অপরাজেয়বাংলা ডেক্স : বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনও দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ অভিযোগ করেন।
তেলে দাম বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বিবৃতিতে জানিয়ে ন্যাপ নেতারা বলেন, ‘আগের দফায় সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির এক মাস পার না হতেই ব্যবসায়ীরা তেলের মূল্য ১৩ টাকা বৃদ্ধির যে প্রস্তাব দিয়েছে। এটা জনস্বার্থ বিরোধী। অবস্থা দেখে মনে হয় দেশের ভোজ্যতেলের বাজারে চলছে ব্যবসায়ীদের রামরাজত্ব।’
ন্যাপের দুই নেতা অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির পূর্বেই বাংলাদেশে তেলের মূল্যবৃদ্ধি পেয়েছে। অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে গেছে। অথচ, সরকারের দুর্বল মনিটরিংয়ের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ইঙ্গিত পেলেই উৎপাদন ও সরবরাহকারীরা পণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটায় ব্যস্ত হয়ে পড়ে।’
ব্যবসায়ীরা যেন সুযোগ নিয়ে ইচ্ছামতো মূল্যবৃদ্ধির করতে না পারে সেদিকেও কঠোর নজরদারি করার আহ্বান জানিয়েছেন জেবেল রহমান গানি ও এম. গোলাম মোস্তফা।সূত্র,বাংলা ট্রিবিউন রিপোর্ট