বাঘারপাড়ায় ইঞ্জিঃ আরশাদ পারভেজের গণ সংযোগ অব্যাহত
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় তৃতীয় দিনের মত ব্যাপক গণ সংযোগ অব্যাহত রেখেছেন অভয়নগর বাঘারপাড়া বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ৮৮ যশোর- ৪ সংসদীয় আসনের আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, জননেতা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ ।
আজ মঙ্গলবার (১২ সেপ্টম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের খলসী বাজার, বহররামপুর বাজার, বালিয়াডাঙ্গা বাজার, ছায়বাড়িয়া বাজার, কুঠিবাড়ি বাজার ও এর আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এ গণ সংযোগ করেন।
যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, জননেতা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ বলেন,গত ১৪ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় পদ্মা সেতু, কালনা সেতু, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা সম্ভব হয়েছে। সুতরাং নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তাকেই বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান ।
গণসংযোগে সফর সঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, জামদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেন, চৌরাস্তা বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন, জামদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, দোহাকোলা ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্বল হোসেন, দরাজহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম তুর্কি, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান সজিব, উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য রেমন বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।