বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় আ’লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাঘারপাড়া প্রতিনিধি :যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেল ৫ টায় নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযুদ্ধা সুভাষ চন্দ্র বিশ্বাস।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ামীলীগার সাবেক সহসভাপতি আবু বক্কার সিকদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাহ শাহ খালিদ মামুন, যুব মহিলালীগ নেত্রী শিউলি রানী, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি বায়জিদ হোসেন, সাধারণ সম্পাদক বিএম শাহাজালাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী। সভায় জামাত বিএনপির সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হতে হবে।