Type to search

বাগেরহাটে যৌতুকের জন্য স্ত্রীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-৬ কর্তৃক গ্রেপ্তার

অপরাধ

বাগেরহাটে যৌতুকের জন্য স্ত্রীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-৬ কর্তৃক গ্রেপ্তার

 উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার: জানা যায়, ০৩ বছর পূর্বে ভিকটিমের সহিত আসামী মোঃ কাশেম শেখ (২৫) এর প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। বিয়ের পর থেকে আসামী বিভিন্ন সময় ভিকটিমকে বাবার কাছ থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে ভিকটিমের সাথে আসামীর ঝগড়া বিবাদ হয়। গত ১৬ মার্চ ২৪ ভিকটিম টাকা আনতে ব্যর্থ হলে আসামী তাকে মারাত্মকভাবে আঘাত করে অচেতন অবস্থায় ফেলে রাখে। ভিকটিমের বাবা ঐদিন বিকাল ০৪:৩০ মিনিটের সময় তার মেয়ের ভাড়া বাসায় এসে দেখে তার মেয়ে অচেতন হয়ে খাটের উপর পড়ে আছে। ভিকটিমকে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মেয়েকে মৃত বলে ঘোষনা করে। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে বাগেরহাট ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করে। এমন নির্মম হত্যাকান্ড বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৬ (সদর কোম্পানি)সসুত্র জানায়, খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। ০৬ সেপ্টেম্বরে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত সাজাপ্রাপ্ত আসামী খুলনা জেলার রূপসা থানাধীন রূপসা খাঁন জাহান আলী ব্রীজ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাতে খুলনা জেলার রূপসা থানাধীন খাঁন জাহান আলী ব্রীজের পূর্ব পাড় এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার ১নং আসামী বাগেরহাট ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের মোঃ কাশেম শেখ (২৫) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়।