Type to search

বাগেরহাটের শরণখোলায় মোবাইলের দোকানে চুরি

জাতীয়

বাগেরহাটের শরণখোলায় মোবাইলের দোকানে চুরি

আবু হানিফ, বাগেরহাট:

বাগেরহাটের শরণখোলায় মোবাইলের দোকানে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর রায়েন্দা বাজারের রুবেল টেলিকম নামের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের শার্টার কেটে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ লাখ টাকার মোবাইল সেট নিয়ে গেছে।
দোকানের  মালিক মোঃ রুবেল হোসেন জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরেরদিন শুক্রবার সকাল ৯টায় দোকানে এসে দেখেন শার্টার কাটা এবং ভেতরে ডিসপ্লের শোকেজগুলো ফাঁকা। চোরেরা অপো, নোকিয়া, স্যামসাং, সাওমি, সিম্ফনি ব্র্যান্ডের ৪২টি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছে। যার মূল্য প্রায় ১০লাখ টাকা। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন তিনি।
শরণখোলা থানার উপ-পরিদর্শক এসএম আবুল বাশার জানান, চুরির খবর পেয়ে দোকান পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে নদীপথে চোরেরা বাজারে প্রবেশ করে ঘটনা ঘটিয়েছে। চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে বাজারের পাহারদারদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *