Type to search

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে ১১ – ২০ জুলাই সারা দেশে ৫ টি রুটে পদযাত্রা, পথসভা, সমাবেশ, প্রচার পত্র বিতরণের কর্মসূচির শুরু

জাতীয়

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে ১১ – ২০ জুলাই সারা দেশে ৫ টি রুটে পদযাত্রা, পথসভা, সমাবেশ, প্রচার পত্র বিতরণের কর্মসূচির শুরু

প্রিয়ব্রত ধর,স্টাফ রিপোটারঃ

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে জনগনের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ, দলনিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসন, রেশনিং ব্যবস্থা চালু, লুটেরা দূর্নীতিবাজ টাকা পাচারকারীদের বিচার, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল সহ কলকারখানা চালু,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ স্থানীয় দাবিতে ১১ জুলাই থেকে ২০ জুলাই সারা দেশে ৫ টি রুটে পদযাত্রা, পথসভা, সমাবেশ, প্রচার পত্র বিতরণের কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল ৪ টায় ঢাকায় কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের মাধ্যমে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, রাজবাড়ি, ফরিদপুর, বরিশাল, পিরজপুর, বাগেরহাট কর্মসূচি র উদ্বোধন করেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, কমরেড শামিম ইমাম,কেন্দ্রীয় সদস্য কমঃ ডাঃ হারুনার রশিদ সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয় ৷