Type to search

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশ্বব্যাংক

জাতীয়

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশ্বব্যাংক

ছাত্র-জনতার গণ-আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের ঋণ কর্মসূচিতে কী প্রভাব ফেলছে তা পর্যবেক্ষণ করছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। আশা করছি, দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের উন্নয়ন আকাঙ্ক্ষার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, পরিস্থিতি মূল্যায়ন করছে বিশ্বব্যাংক। গত জুন মাসে নগর অবকাঠামো উন্নয়নে ৯০০ মিলিয়ন ডলারের দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

ইআরডির তথ্য মতে, গেল জুন মাসে শেষ হওয়া ২০২৪ অর্থবছরে বাংলাদেশকে ২.৬১ ডলার দেওয়ার প্রতিশ্রুতি ছিল বিশ্বব্যাংক গ্রুপের। গত অর্থবছরে সংস্থাটি ২.১৫ বিলিয়ন ডলারের অর্থছাড় দিয়েছে।