Type to search

বন্যার্তদের পাশে টিম অভয়নগর 

অভয়নগর

বন্যার্তদের পাশে টিম অভয়নগর 

বন্যার্তদের পাশে টিম অভয়নগর 
টিম অভয়নগর এর স্বেচ্ছাসেবক প্রতিনিধিগণ  ২১ টি নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সম্বলিত ৫০০ প্যাকেট উপহার ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসন এর নিকট হস্তান্তর করেছে আজ।
প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া যশোর প্রতিনিধিঃ
নজিরবিহীন এই বন্যায় সবচেয়ে প্রান্তিক ও দুর্গত স্থানসমূহে সেনাবাহিনীর সহায়তায় আমাদের উপহার যথাযথভাবে বিতরণ করা হবে মর্মে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
চাল(০৫ কেজি), ডাল, তেল, চিনি, গুড়ো দুধ, সুজি, লবন, চিড়া(২ কেজি), গুড়, টোস্ট বিস্কুট, প্যাকেট বিস্কুট,মোমবাতি, গ্যাসলাইট,কয়েল, বাচ্চাদের ডায়াপার, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, ইসোমিপ্রাজল নিয়ে করা হয় প্রতিটি উপহারের প্রতিটি প্যাকেট।
বিগত প্রায় ৮-৯ দিন যাবত আন্তরিকতার সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে টিম অভয়নগরের সম্মানিত সদস্যগণ।
এ পর্যন্ত যারা যারা সমগ্র কার্যক্রমে আর্থিক, কায়িক, মানসিকসহ বিভিন্নভাবে সহায়তা করেছেন।
রোভার/স্কাউটস, আমরা অভয়নগরবাসী, বিকল্প ৩৬, অভয়নগর ব্লাড ব্যাংক, উই আর ওয়ান, সার ব্যাবসায়ী সমিতি, নওয়াপাড়া প্রেসক্লাব, বন্ধুকল্যান ফাউন্ডেশন, শিল্পী সমাজ, বেকারি মালিক সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, চালকল মালিক সমিতি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঔষধ সমিতি, বিভিন্ন বিদ্যালয়, উপজেলা প্রশাসনসহ ব্যক্তি পর্যায়ে অনেকের সহায়তায় বন্যার্তদের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে।
বিশেষভাবে আমাদের নতুন প্রজন্মের অদম্য স্বেচ্ছাসেবক সকলে।
খুব শীঘ্রই টিম অভয়নগর বন্যা কবলিত অন্য একটি উপজেলায় সহায়তায় উপহার পাঠাতে পারবে বলে প্রত্যাশা করছে
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে টিম অভয়নগর এর সহায়তা সংগ্রহ কেন্দ্র চালু থাকবে। যে কেউ যে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে। স্বচ্ছতার স্বার্থে উপজেলার নোটিশ বোর্ডে সর্বশেষ আয় ও ব্যয়ের হিসাব দেখা যাবে।
মানুষ হিসেবে মানুষের পাশে অভয়নগর উপজেলা তথা টিম অভয়নগর ছিলো, আছে এবং থাকবে।
ধন্যবাদান্তে,
কে এম আবু নওশাদ
উপজেলা নির্বাহী অফিসার
অভয়নগর, যশোর।