Type to search

ফ্যাসিস্ট আ.লীগ সরকার পতনে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলাকারীদের বিচার করতে হবে-পীর সাহেব চরমোনাই

নড়াইল

ফ্যাসিস্ট আ.লীগ সরকার পতনে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলাকারীদের বিচার করতে হবে-পীর সাহেব চরমোনাই

ফ্যাসিস্ট আ.লীগ সরকার পতনে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলাকারীদের বিচার করতে হবে-পীর সাহেব চরমোনাই
নড়াইল প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিস্ট আ.লীগ সরকার পতনে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলাকারীদের বিচার করতে হবে। ছাত্র-জনতার গণবিপ্লবে যারা জঘন্যতম গণহত্যা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছে, চিরতরে পঙ্গু করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।খুনিরা কিভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায়।টাকা লুটপাটকারী দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।তিনি শুক্রবার বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা আয়োজিত শহরের পুরাতন বাস টার্মিনাল চত্তরে গণসমাবেশে একথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা  করেন ইশা আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো: জান্নাতুল ইসলাম,জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা  তাজুল ইসলাম,অধ্যাপক মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন, বাংলাদেশ, নড়াইল জেলা শাখা; হাফেজ মোঃ খবির উদ্দিন, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়া উপজেলা শাখা; অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, সেক্রেটারী, জাতীয় শিক্ষক ফোরাম, নড়াইল জেলা শাখা; মাওলানা আইয়ুব আনসারী, সেক্রেটারী, ওলামা মাসায়েখ আইম্মা পরিষদ, নড়াইল জেলা শাখা; অধ্যাপক মাওলানা নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নড়াইল জেলা শাখা; মুফতি ওমর ফারুক, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নড়াইল জেলা শাখা; ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, নড়াইল জেলা শাখা; মাওলানা আব্বাস আলী, সেক্রেটারী, ইসলামী যুব আন্দোলন, নড়াইল জেলা শাখা; মোঃ সাজ্জাদ হোসেন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নড়াইল জেলা শাখা প্রমুখ।
বক্তারা উন্নত ও শিক্ষিত জাতি গঠনের আহ্বান, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা অনতিবিলম্বে কার্যকর করার জোর দাবি ইসলামী আন্দোলনের।
ডাঃ এস. এম. নাসির উদ্দিন, সেক্রেটারী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ নড়াইল জেলা শাখার অনুষ্ঠান সঞ্চালনা করেন।