Type to search

প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে নওয়াপড়ায় মিছিলের শোডাউন

অভয়নগর

প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে নওয়াপড়ায় মিছিলের শোডাউন

নওয়াপাড়া অফিস
যশোরে প্রধান মন্ত্রীর জনসভা উপলক্ষে অভয়নগরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ, যুবলীগ ও শ্রমিকলীগ আয়োজনে শনিবার বিকালে নওয়াপাড়ায় মিছিলের শোডাউন অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া নগর ঘুরে ষ্টেশন বাজারে শেষ হয়। মিছিলে ব্যান্ড পার্টি, ভ্রাম্যমাণ তোরণ সহ নানা প্লাকার্ড বহন করতে দেখা যায়।
এছাড়া যশোর – খুলনা মহাসড়কের ওপর একাধিক তোরণ নির্মিত হয়েছে। প্রত্যেক তোরণে শোভা পাচ্ছে স্থানীয় ও জাতীয় নেতার ছবি। উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে সভা সমাবেশ চলছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা আ.লীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া রাজঘাট শিল্প অঞ্চল শ্রমিক লীগের সভাপতি ফারাজী নজরুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রণজিত কুমার রায়, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা সহ অনেকে। গত ১৪ নভেম্বর এ উপলক্ষে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ. লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি, মহান জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব, যশোর জেলা আ.লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ হোসেন, বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি সাধারণ সম্পাদক, পৌর ওয়ার্ড আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।
উপজেলা আ.লীগ নেতা যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা জানান, প্রধান মন্ত্রীর জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা মিলে ২০০টি বাস নেতা কর্মীদের বহনের কাজ করবে। এ উপজেলা থেকে ৫০ হাজার নেতা কর্মী জনসভায় অংশগ্রহণ করবে। জন সভা সফল করার জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসভা চলছে। প্রতিদিন প্রায় ১০টি কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান, প্রধান মন্ত্রীর জনসভায় ৫ লাখ লোকের সমাগম ঘটবে। জনসভা স্থলে ২৫০টি অস্থায়ী টয়লেট নির্মাণ করা হচ্ছে, ৫০ ট্রাকে পানি থাকবে এছাড়া প্রত্যেক বাসে খাদ্য ও পানীয় থাকবে।