সরকারিভাবে তার শেষকৃত্য নিয়ে কিছু না জানানো হলেও; ভারতীয় গণমাধ্যম বলছে, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড় পর্যন্ত রাজাজি মর্গে রাখা হবে তার মরদেহ। বিকেল ৩টা নাগাদ শেষকৃত্য হতে পারে।
করোনাসহ নানা জটিলতার বিরুদ্ধে ২২ দিনের যুদ্ধ শেষে গতকাল দিল্লির সামরিক হাসপাতালে মারা যান প্রণব মুখার্জি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।