পানি সম্পদ প্রতিমন্ত্রী আশ্বাস দিলেন ভবদহে টিআর এম হবে
স্টাফ রিপোর্টার-
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক যশোরের ভবদহ এলাকা পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি ভবদহ এলাকা পরিদর্শনে আসেন। তিনি ভবদহ এলাকার বিভিন্ন নদীর অবস্থা ঘুরে দেখেন। এসময় এলাকাবাসি মন্ত্রীকে ভবদহ জলাবদ্ধতা দুরীকরনে টিআরএম ( টাইটাল রিভার ম্যানেজম্যান্ট) ছাড়া কোন ভাবেই জলাবদ্ধতা দুরীকরন সম্ভব নয় বলে জানান। মন্ত্রী এলাকাবাসিকে আশ্বাস দিয়ে বলেন যেভাবে জলাবদ্ধতা হাত থেকে এলাকার মানুষকে বাঁচানো যায় সেভাবেই প্রকল্প গ্রহন করা হবে। এলাকাবাসী বিরোধীতা না করলে টিআর এম হবে। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুর, উপজেলা চেয়াম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, ইউপি চেয়ার বিষ্ণুপদ দত্ত, মনিরামপুর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
ভবদহ এলাকায় যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য মুক্তেশ্বরী, টেকা শ্রী ও হরি নদীতে ১০ কিলোমিটার দৈর্ঘে পালইট চ্যানেল খনন করা হয়েছে। দুই কোটি ৫৫ লাখ ১২ হাজার ৭২৭ টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে এ খনন কাজ করা হয়। এরমধ্যে দুটি প্যাকেজে ৯৮ লাখ ৪০ হাজার ৩৬৮ টাকা। আরো একটি প্রকল্পে এক কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৩৫৮ টাকা। খননের পর মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী শুকিয়ে ছোট খালের মতো হয়ে গেছে। ভবদহ জলকপাটের (¯¬ুইসগেট) সামনে শ্রী নদীতে পলি জমে উঁচু হয়ে গেছে। ৯ কপাটের (ভেন্ট) উজান ও ভাটিতে শ্রী নদীতে পাইলট চ্যানেল কাটা জায়গায় পলি জমে অনেকটা উঁচু হয়ে আছে।