সোমবার সকালে দেশটির সিন্ধু প্রদেশের ঘটকি জেলার রাইতি রেলওয়ে স্টেশনের কাছে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তান রেলওয়ের মুখপাত্র জানিয়েছে, মিল্লাত এক্সপ্রেস নামের ট্রেনটি করাচি থেকে সারগোধা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে যায়। তখন রাওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন স্যার সায়েদ এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়।
এ ঘটনায় ঘটকি, ধারকি, ওবারো এবং মিরপুরের হাসপাতাল গুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য প্যারামেডিক্যাল কর্মীদের হাসপাতালে । সূত্র,ডিবিসি নিউজ