Type to search

পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশের ইতিহাস

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

কেবল পাকিস্তানের বিপক্ষেই নয়, টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেটে জিতলো বাংলাদেশ। পাকিস্তানকে হারানোয় টেস্টে জয় না পাওয়া দলের সংখ্যা কমলো, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই সবার বিপক্ষে জয়ের স্বাদ নেওয়া হবে বাংলাদেশের।

 

 

পাকিস্তান ও বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হতেই প্রায় চারদিন চলে যায়। তখন মনে হয়েছিল নিশ্চিত ড্রয়ের পথেই এগোচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। কিন্তু চতুর্থ দিনে স্বাগতিকদের এক উইকেট নিয়ে কাজ এগিয়ে রাখা বাংলাদেশ পঞ্চম দিনে ছড়ি ঘোরাতে শুরু করে। দুর্দান্ত সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের পাশাপাশি দলের তিন পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারায় পাকিস্তান, ম্যাচে আসে নাটকীয় মোড়।

 

যে মোড় পেরিয়ে ঝলমলে আলোর দেখা পেল বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিলো নাজমুল হোসেন শান্তর দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দলটির বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ নিলো তারা। পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টের ১২টিতেই হারে বাংলাদেশ, একটি ম্যাচ ড্র হয়। এ নিয়ে বিদেশের মাটিতে সপ্তম টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ, সব মিলিয়ে ১৪৩ টেস্টে এটা তাদের ২০তম জয়।

কেবল পাকিস্তানের বিপক্ষেই নয়, টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেটে জিতলো বাংলাদেশ। বলাই বাহুল্য, টেস্টে উইকেটের হিসাবে এটাই তাদের সবচেয়ে বড় জয়। উইকেটের হিসাবে আগের বড় জয় ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে জেতে বাংলাদেশ। পাকিস্তানকে হারানোয় টেস্টে জয় না পাওয়া দলের সংখ্যা কমলো, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই সবার বিপক্ষে জয়ের স্বাদ নেওয়া হবে বাংলাদেশের।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মাঠ ভেজা থাকায় প্রথম দিন তারা কেবল ৪১ ওভার ব্যাটিং করে। দ্বিতীয় দিনের বেশিরভাগ সময় ব্যাটিং করা দলটি সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ম্যাচসেরা মুশফিকুর রহিমের দুইশ ছুঁইছুই ইনিংস এবং সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে ৫৬৫ রান তোলে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস, আগের সেরা ছিল ৬ উইকেটে ৫৫৫ রান, ২০১৫ সালে খুলনাতে। পুরনো রেকর্ড ছাড়িয়ে যাওয়া বাংলাদেশ প্রথম ইনিংসেই পায় ১১৭ রানের লিড। দ্বিতীয় ইনিংসে এই রান টপকে বাংলাদেশকে লক্ষ্য দিতে নেমে রিজওয়ানের দারুণ লড়াইয়ের পরও ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। যা হেসেখেলেই পেরিয়ে যায় বাংলাদেশ।