আজ মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার তিনটি এবং নড়াইলের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন।
খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ। আদেশে মানহানির অভিযোগে ঢাকার তিনটি ও নড়াইলের একটি মামলায় তার জামিনের মেয়াদ এক বছর বাড়ানো হয়।
এছাড়া কুমিল্লায় নাশকতার মামলায় গতকাল জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা।সূত্র,ডিবিসি নিউজ