পাঁচ পরিবারকে ঘর দিলেন মাশরাফি

অপরাজেয় বাংলা ডেক্স
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজের টাকায় নড়াইলের লোহাগড়ায় পাঁচটি পরিবারকে বসতঘর তৈরি করে দিয়েছেন। সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে ঘর পাঁচটি পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘর তৈরির কাজ তত্ত্বাবধান করেছেন লোহাগড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ফকির (ইমরান)। তিনি জানান, উপজেলার পারমল্লিকপুর গ্রামের আজিজুর মোল্লা, বিনা বেগম, তুরকান শেখ, মোতালেব ও আমিনদের বসত ঘর দেড় মাস আগে আগুনে পুড়ে যায়। তারা সকলেই ভ্যানচালক ও দিনমজুর। সংসদ সদস্য মাশরাফি আগ্নিকান্ডের পর সরেজমিনে পরিদর্শন করেন। এরপর নিজের টাকায় তাঁদের বসতঘর তৈরির সিদ্ধান্ত নেন। তাঁদের পাঁচটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ঘরগুলো হস্তান্তরা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্সী জোসেফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, লোহাগড়া পৌর যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল, মারুফ হুসাইন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান ও হৃদয় শেখ প্রমুখ।
সূত্র, সুবর্ণভূমি