Type to search

পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি মুক্তিযুদ্ধ মঞ্চের

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি মুক্তিযুদ্ধ মঞ্চের

অপরাজেয়বাংলা ডেক্স: আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে অর্থপাচারকারী ও দুর্নীতিবাজদের তালিক প্রকাশ না করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বুধবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। কানাডার বেগমপাড়ায় যারা অর্থপাচার করে বাড়ি কিনেছে, তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে উদ্দেশ করে বুলবুল বলেন, ‘আপনি নিজেই গত নভেম্বরে এক অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের যে গুঞ্জন আছে, তার কিছুটা সত্যতা পেয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী টাকা পাচারের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সংখ্যাই বেশি। টাকা পাচারের তথ্য পাওয়া ২৮টি ঘটনার মধ্যে সরকারি কর্মচারীই বেশি। প্রাথমিকভাবে কিছু সত্যতা পেয়েছি। মনে করেছিলাম রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে। কিন্তু দেখা গেল, রাজনীতিবিদ চারজন। সরকারি কর্মচারীর সংখ্যা বেশি।’

তিনি আরও বলেন, ‘এছাড়া কিছু ব্যবসায়ী আছেন। সুতরাং আপনার বক্তব্য অনুযায়ী সেই ২৮ জন অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের নামের তালিকা জাতির সামনে অবিলম্বে প্রকাশ করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের দৃষ্টিতে সকলেই সমান। আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী যারাই অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করেছে, তাদের কঠোর শাস্তি দিতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বলেন, ‘জনগণের টাকা যারা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের নামের তালিকা জাতির সামনে প্রকাশ করা আপনার নৈতিক দায়িত্ব বলে মনে করি। আপনার সেই বক্তব্যের পরই হাইকোর্ট, বিষয়টি নজরে এনে তথ্য জানতে চাইলেও দুদক এখন পর্যন্ত আদালতকে সেই ২৮ জন অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের তথ্য দিতে পারেনি। আমরা প্রত্যাশা করি, আপনি সেই তালিকা জাতির সামনে দ্রুত প্রকাশ করবেন।’

বুলবুল বলেন, ‘জনগণ বুঝে গেছে শেখ হাসিনা ছাড়া আর কোনো দেশ প্রেমিক নাই। যারা যেভাবে পারছে এই দেশটাকে লুটেপুটে খাচ্ছে। সরকার যদি চায় এক টাকাও বিদেশে পাচার করা সম্ভব না। সরকারের মধ্যেই চোরেরা লুকিয়ে আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এই অর্থপাচারকারীদের শাস্তির আওতায় আনতে হবে।’

বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুনসহ মঞ্চের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র,জাগোনিউজ২৪.কম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *