সাহিত্য পদ্মা সেতু /নৃপেন্দ্র নাথ পাল Admin June 24, 2022 পদ্মা সেতু হলো বুঝি বাংলাদেশে তাই, দেশের টাকায় পদ্মা সেতু হয়ে গেল ভাই। ১৪ সালে শুরু হলো ২২শে হলো শেষ, নতুন ভাবে এগিয়ে যাবে এই বাংলাদেশ। সেতু দিয়ে চলবে গাড়ি চলবে ট্রেন বেশ, রাজকন্যা শেখ হাসিনার সোনার বাংলাদেশ।