পদ্মায় মিললো ২৫ কেজির বোয়াল

পদ্মা ও যমুনার মোহনায় জালে ধরা পড়া ২৫ কেজির বোয়াল মাছটি। ছবি: বাংলানিউজ
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় জেলে কালী হলদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া সম্রাট বাংলানিউজকে বলেন, ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন জেলে কালী হলদার। এ সময় তার জালে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। পরে আড়তে ডাকের মাধ্যমে ৬৮ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী নূর মিয়া। মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।
মাছটির ক্রেতা ব্যবসায়ী নূর মিয়া বাংলানিউজকে বলেন, এখন পদ্মায় প্রায়ই এমন বড় মাছ ধরা পড়ছে। সকালে ধরা পড়া বোয়াল মাছটি ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে কিনেছি। পরে ৩ হাজার টাকা কেজি দরে ৭৫ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।
সূত্র, DBC বাংলা