Type to search

পদ্মাসেতু উদ্বোধন ও চালু হওয়ায় যশোর জেলা পুলিশ আজ সন্ধ্যায় আয়োজন করে শাংস্কৃতিক অনুষ্ঠানের

সাহিত্য

পদ্মাসেতু উদ্বোধন ও চালু হওয়ায় যশোর জেলা পুলিশ আজ সন্ধ্যায় আয়োজন করে শাংস্কৃতিক অনুষ্ঠানের

বাঙ্গালীর গর্ব পদ্মাসেতু উদ্বোধন ও চালু হওয়ায় যশোর জেলা পুলিশ আজ সন্ধ্যায় আয়োজন করে শাংস্কৃতিক অনুষ্ঠানের। পুলিশ লাইনের উন্মুক্ত মিলনায়তনে এ অনুষ্ঠানে সংগীত পরিবেশ করে পুলিশ কন্যা, রফিকুল ইসলা দেবলীনা সুর দোলা ও ফকির সাহবু্দ্দিন। নৃত্য পরিবেশন করেন নৃত্য বিতানের শিল্পীরা ও সিপাহি প্রিয়া। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার সংক্ষিপ্ত আলোচনায় বলেন মাননীয় প্রধান মন্ত্রীর দৃঢ়তায় দেশের টাকায় পদ্মা সেতু সফল ভাবে সম্পন্ন হয়েছে। এই সেতু ইট পাথর ও লোহার সেতু নয়, এ সেতু বাঙ্গালীর আবেগ ও সামার্থের প্রতিক। মানুষের নিরাপত্তা প্রদান কারী পুলিশ এই আনন্দ থেকে বঞ্চিত হতে পারে না, এ জন্য এ আয়োজন।
দোলা ও সাহাবুদ্দিনের গানে দর্শক শ্রোতা মুগ্ধ হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *