নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ফেসবুক প্রতারক গ্রেপ্তার
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর অফিস কক্ষে গত- ১৫/০২/২২ খ্রিঃ তারিখ একটি লিখিত অভিযোগ দাখিল করেন যে, অভিযোগকারীর নাম এবং ছবি ব্যবহার করে প্রতারক একটি ভুয়া ফেসবুক আইডি খুলে অভিযোগকারীর বিরুদ্ধে মানহানিকর তথ্য এবং অশ্লীল ছবি পোস্টের মাধ্যমে ব্ল্যাকমেইল করে আসছে। উক্ত বিষয়টি পুলিশ সুপার, নড়াইল মহোদ্বয়কে অবহিত করলে তিনি বিষয়টি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসকে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করে। পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাস এর নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর চৌকস টিম আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত ভুয়া ফেসবুক আইডির প্রতারক, সবুজ শেখ (২২), পিতা-মইনুল শেখ, গ্রাম- বনগ্রাম, থানা- কালিয়া, জেলা-নড়াইল কে চিহ্নিত করে গত- ১৬/০২/২০২২ তারিখ গ্রেফতার পূর্বক নড়াইল সদর থানায় প্রেরন করে। উক্ত প্রতারক আটক হওয়ায় অভিযোগকারী পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পোষন করে।