Type to search

নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসবের আমেজ,চলছে প্রার্থীদের জোর প্রচারণা

অন্যান্য

নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসবের আমেজ,চলছে প্রার্থীদের জোর প্রচারণা

নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসবের আমেজ,চলছে প্রার্থীদের জোর প্রচারণা
দির্ঘ্য ১২বছর পর নড়াইল সদর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসবের আমেজ। শীতকে উপেক্ষা করে সকাল থেকে গভীররাত পর্যন্তু চলছে প্রচারণা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দারে দারে। বিভিন্ন আশ্বাস দিচ্ছেন সভাপতি-সম্পাদক প্রার্থীরা। সংগঠনের দুঃসময়ে যারা নেতা-কর্মিদের পাশে ছিল এমন প্রার্থীদের ভোট দিতে চান ভোটাররা। নড়াইল প্রতিনিধি হাফিজুল নিলুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
আগামী ১৮ই জানুয়ারি শনিবার নড়াইল সদর পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস উদ্দীপনা দেখে বোঝা যাবেনা এটা কোন দলীয় সাধারণ কাউন্সিল। সংসদ বা অন্যান্য নির্বাচনের মত সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের পক্ষে মোটরসাইকেল শোডাউন র‌্যালি করে প্রচার প্রচারণা করছেন। চলছে মাইকিংও।

নড়াইল পৌর কাউন্সিলে সভাপতি পদে তিনজন,সাধারণ সম্পাদক পদে ছয়জন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত নড়াইলে বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট কাউন্সিলর (ভোটার) সংখ্যা ৬৩৯জন।
কাউন্সিলর(ভোটার)রা বলছেন বিগত দলের দু:সময়ে যারা দলের জন্য রাজপথে কাজ করেছেন এমন প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিতকরবেন। (নড়াইল-ভক্সপপ-,ভোটাররা)
ভেটারদের কাছে প্রার্থীরা সংগঠনের বিভিন্ন প্রকার কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।(নড়াইল-ভক্সপপ-, প্রার্থীরা)।
কাউন্সিলের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।(নড়াইল-সর্ট-০১,নির্বাচন কমিশনার। এস এম আব্দুল হক।)