নড়াইল জেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে বিশেষ দৃষ্টি
নড়াইল প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি গ্রহনের জন্য নড়াইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেলা আ’লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল-০১ আসনের বর্তমান এমপি কবিরল হক মুক্তি, জেলা আ’লীগের সহ-সভাপতি এডঃ সৈয়দ মোহম্মদ আলী, এডঃ গোলাম নবী, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল সাহা,আ’লীগ নেতা এড. এমদাদুল ইসলাম,এড মোঃ আলমগীর সিদ্দিকী, রাবেয়া ইউসুফ প্রমুখ।
বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে দলীয় নেতা-কর্মীদের আন্তরিক থাকার আহ্বান করেন। এছাড়া সকল ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান এমপি কবিরুল হক মুক্তি এবং নড়াইল-০২ আসনের প্রার্থী হলেন বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।
নড়াইলের দু’টি আসন থেকে মোট ১৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে ১৩জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে নড়াইল-০১ আসনে ৬জন এবং নড়াইল-০২ আসনে ৭জন রয়েছেন।