Type to search

নড়াইলে ৪৫ মিনিটে কোভিট ১৯ পরীক্ষার পদ্ধতি স্থাপনের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব

অন্যান্য

নড়াইলে ৪৫ মিনিটে কোভিট ১৯ পরীক্ষার পদ্ধতি স্থাপনের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব

মির্জা মাহামুদ রন্টু, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৪৫মিনিটে কোভিট-১৯ পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতি স্থাপনের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে ভিডিও কনফারেন্সর যুক্ত হয়ে এ পদ্ধতির শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মোমেন। এ সময় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক আনজুমান আরা, সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুল মোমেন সহ অনেকেই। বক্তারা লোহাগড়া হাসপাতালে জনবল সংকটের বিষয় তুলে ধরলে দ্রুত সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন সচিব মো. আব্দুল মোমেন।

Tags: