Type to search

নড়াইলে শতবর্ষী মেহগনি কাঠ বিক্রী করে কোটি টাকা লাভ রাজুর

নড়াইল

নড়াইলে শতবর্ষী মেহগনি কাঠ বিক্রী করে কোটি টাকা লাভ রাজুর

নড়াইল প্রতিনিধি
শতবর্ষী মেহগনি গাছের ব্যবসায় করে কোটি টাকা লাভের আশা দেখছেন নড়াইলের লোহাগড়ার লক্ষিপাশা গ্রামের মোঃ রাজু শেখের। শতবর্ষী মেহগনি গাছের কাঠের লক বিক্রি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তৈরি হচ্ছে মজবুত দীর্ঘ্যস্থায়ী ফার্নিচার।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষিপাশা গ্রামের মোঃ নিলু শেখের ছেলে মোঃ রাজু শেখ। কয়েক বছর আগে থেকে শুরু করেন কাঠের ব্যবসা। তবে গত ছয় মাসে শতবর্ষী মেহগনি গাছের কাঠের লক বিক্রি করে কোটি টাকা লাভের আশা। ছয়মাস আগে নড়াইল যশোর বেনাপোল সড়কের পাশে সারিবদ্ধ ভাবে বেড়ে ওঠা সরকারী শতবর্ষী মেহগনি গাছ টেন্ডারের মাধ্যমে ১০ কোটি টাকায় ক্রয় করেন। গাছ গুলো রাখা হয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার ডাক বাংলোর সামনে। এ পর্যন্ত ৭কোটি টাকার কাঠের লক বিক্রি করেছেন। বাকি কাঠ বিক্রি হলে লাভ হবে কোটি টাকা। গাছের বয়স একশো বছরের বেশি হওয়ায় এ কাঠের লক দিয়ে সব ধরনের ফার্নিচার তৈরি করা যাবে।তাতে ঘুন ধরবেনা। ১৮ ফিট ব্যাড়ের কাঠের লক বাংলাদেশের যে কোন স্থান থেকে সবচেয়ে বড়। প্রতি সেফটি বিক্রি হচ্ছে ২৫শত টাকা থেকে ৫ হাজার টাকা।
এ মেহগনি গাছের কাঠের লক কিনতে ঢাকা চট্রগ্রাম সিলেট খুলনা সহ প্রতিদিন আশের পাশে জেলা থেকেও পাইকাররা আসেছেন।
আমার এখান থেকে কাঠ কিনতে বিভিন্ন জেলা থেকে লোকজন আসছে। বিভিন্ন টিভি সাংবাদিকরা ফোন দিচ্ছে। দেখতে আসছে এটাই আমার বড় তৃপ্তি। তারপর ও আমার কোটি টাকা লাভ হবে