Type to search

নড়াইলে মির্জাপুর দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

যশোর

নড়াইলে মির্জাপুর দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার- নড়াইল ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির একান্ত প্রচেষ্টায় মির্জাপুর হাজী বাড়ি দাখিল মাদ্রাসায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ২ কোটি ৯৩ লাখ টাকার চারতলা ভবনের নির্মাণ কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কোদাল কুপিয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নড়াইল সদরের বিছালী ইউনিয়ন পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন,নির্মাণ কাজের ঠিকাদার আব্দুর রউফ মোল্যা, খোকন সাহা, মাদ্রাসার দাতা সদস্য কাজী আব্দুস সবুর, প্রতিষ্ঠাতা শেখ হেমায়েতুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আক্তার হোসেন কিংকু, সুপার আব্দুল কুদ্দুস, বিদ্যুৎসায়ী সদস্য বেনজির মোল্যা, অভিভাবক সদস্য গাজী আনোয়ারুল ইসলাম প্রমুখ।