Type to search

নড়াইলে ভ্যানচুরির জন্য ভ্যানচালকে হত্যা

নড়াইল

নড়াইলে ভ্যানচুরির জন্য ভ্যানচালকে হত্যা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় দেলবার গাজী (৫৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার
করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার
বিছালী ইউনিয়নের খলিশাখালী আটঘরা শ্মশানের কাছ থেকে তার লাশ উদ্ধার করা
হয়। বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী লাশ
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। দেলবার গাজী নড়াইল সদর উপজেলার মধুরগাতি
গ্রামের শুকুর গাজীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আসমত আলী জানান, দেলবার গাজী গত সোমবার বিকেলে
তার নিজস্ব ভ্যান নিয়ে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায়
পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে
মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শ্মশানের পাশে দেলবার গাজীর মরদেহ পড়ে
থাকতে দেখে বিছালি ক্যাম্প পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
থেকে তার লাশ উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, লাশের
গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান চুরির উদ্দেশে দিলবর
গাজীকে হত্যা করা হয়েছে। তার চুরি হওয়া ভ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনার
সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।