Type to search

নড়াইলে ভাতিজার সড়কির আঘাতে চাচা নিহত

অন্যান্য

নড়াইলে ভাতিজার সড়কির আঘাতে চাচা নিহত

মির্জা মাহমুদ রন্টু, নড়াইল জেলা প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে ভাইপোর সড়কির আঘাতে চাচা আব্দুল জলিল মুন্সী (৫২) নিহত হয়েছেন। শনিবার রাত নয়টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা চাচার পাঁজরে সড়কি ঢুকিয়ে দেয়। এতে তিনি মারাত্মক জখম হন। এ অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জলিল মুন্সী উত্তর ডুমুরিয়া গ্রামের কালা মিয়া মুন্সীর ছেলে। পরিবারের আর্থিক চাহিদা মেটাতে তিনি বাইসাইকেল মেরামতের কাজ করতেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আয়নাল মুন্সী (৪২) পলাতক রয়েছে। নড়াগাতি থানার ছারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন আরটিভি নিউজকে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আয়নাল তার চাচা আব্দুল জলিলের পাঁজরে সড়কি ঢুকিয়ে দেয়। আমরা অভিযুক্ত আয়নালকে আটক করার চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

Tags: