Type to search

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলের সদর উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আকুবর সর্দার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ১১ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী মাঠে এ ঘটনা ঘটে। নিহত আকুবর সর্দারের বাড়ি চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে।
নেশা কি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে আকুবর সর্দার মাঠে গরু চরাতে যান। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে তিনি তালগাছের নিচে চলে যান। বৃষ্টি শুরু হলে বিটক শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে আকুবর সর্দার ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।