Type to search

নড়াইলে জেলা মহিলা আওয়ামী লীগের গাছের চারা বিতরন

জাতীয়

নড়াইলে জেলা মহিলা আওয়ামী লীগের গাছের চারা বিতরন

মির্জা মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের সদর উপজেলার ৫ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মন্দির ও মসজিদে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভাইস চেয়ারম্যান ইসমত আরা নিজ বাড়িতে এ গাছের চারা বিতরণ করা হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা নেতৃত্বে এ গাছের চারা হস্তান্তর করেন। সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা দেওয়া বিভিন্ন প্রজাতির আমের চারা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নড়াইল মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি গুলসান আরা বুলু। মাইজপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা পারভীন, শেখহাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসিমা খাতুন, কলোড়া ইউনিয়ন নেত্রী নারগিস পারভীন, হবখালী নেত্রী খাতিজা বেগম, তুলারাম নেত্রী সাবিনা পারভিন, বাঁশগ্রাম নেত্রী রানু বেগম, আউড়িয়া নেত্রী লতিফা বেগম, পৌরসভার নেত্রী জেসমিন কুড়িগ্রামের নাসরিন নাহার এছাড়া ও সদর উপজেলার ৫ টি ইউনিয়ন ও পৌরসভার মহিলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

Tags: