নড়াইলে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সম্পাদকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী জেলা আমীর এ্যাডঃ আতাউর রহমান বাচ্চুরর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও খুলনা মহানগর জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সাবেক আমীর মাওলানা মীর্জা আশেক এলাহী, জেলা সেক্রেটারী মাওলনা ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হেমায়েত উল হক হিমু, আব্দুস সামাদ, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ । সম্মেলনে বক্তারা বলেন, জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমরা সময় দিতে চাই। তারা যেন ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। কেউ যেন জামায়াতে ইসলামের নাম ভাঙ্গিয়ে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না ঘটায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।