নড়াইলে ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

নড়াইল প্রতিনিধি নড়াইল জেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নড়াইল চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালত চত্তরে এসে শেষ হয়। এসময় বক্তারা, বাঙালীর মহান স্বাধীনতাকে কটাক্ষ, ৭১ এর ঘৃনিত গনহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অশ্লীলতা করার প্রতিবাদ জানান এবং স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার আহবান জানান। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়ার সভাপতিত্বে সাধারন সম্পাদক স্বপীল সিকদার নীলসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।