নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নড়াইল প্রতিনিধি
ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ছাত্রলীগের সন্ত্রাসীদের সকল সন্ত্রা কর্মকান্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হিসাবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ট তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু করে কলেজ ক্যম্পাস প্রদক্ষন করে।এর আগে কলেজ অধ্যক্ষ শহীদ লতিফের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা ছাত্রদলের সাধারন সস্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ হাসান, সাধারন সম্পাদক হামিদুল হক তনুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।