নড়াইলে গরু ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই
নড়াইলে গরু ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় জহুর মোল্যা নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে চন্ডিবরপুর ইউনিয়নের নাওরা গ্রামের আইয়ুব ইসলামের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের কবলে পড়া বাকশ্রিরামপুর গ্রামের মো. জহুর মোল্যা বলেন, আমি ভোর ৬টার দিকে গরু কেনার জন্য ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গোয়ালবাতান গ্রামে যাচ্ছিলাম। প্রতিমধ্যে চন্ডিবরপুর ইউনিয়নের নাওরা গ্রামের আইয়ুব ইসলামের বাড়ির পাশে পৌঁছালে, নাওরা গ্রামের সানোয়ার মোল্যার ছেলে মশিয়ার মোল্যা (৪০), হারুন মোল্যার ছেলে আহাদ মোল্যা (৩৮), আক্তার মোল্যা (৩২), ও সোনা মিয়া মোল্যার ছেলে রসুল মোল্যা (৩০), অতর্কিতভাবে আমার ওপর হামলা করে। এসময় তারা আমাকে পিটিয়ে ও কুপিয়ে আমার কাছে থাকা গরু কেনার ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত জহুর মোল্যার শ্যালক ফসিয়ার মোল্যা বলেন, কিছু চিহ্নিত সন্ত্রাসী আমার দুলাভাইকে মেরে রক্তাক্ত করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। আমরা ওদের বিরুদ্ধে মামলা করব। আমি এ ঘটনার যথাযথ বিচার চাই।
অভিযুক্ত আহাদ মোল্যা বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। তবে শুনেছি ওখানে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল জহুর মোল্যার ছোট ভাই জিয়া, মশিয়ার মোল্যাকে মারে। এরই ধারাবাহিকতায় আজ মশিয়ার মোল্যা এঘটনা ঘটাতে পারে।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত মশিয়ার মোল্যার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।