নড়াইলে গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নড়াইলে জেলা গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও অঙ্গ সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নড়াইল জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে ২৫ জানুয়ারী শনিবার দুপুরে শহরের একটি অডিটরিয়ামে সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদর নড়াইলের সভাপতি মোঃ ইমাম হোসেন সেলিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় গণঅধিকার পরিষদ সমন্বয়ক মোছা: কবিতা খাতুন, নড়াইল জেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিলন, গণঅধিকার পরিষদ নড়াইলের সহ-সভাপতি মো,জামাল খান। জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তারুণ্যের অহংকার গণঅধিকার পরিষদের প্রধানা ভিপি নূরের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। #