নড়াইলে ওয়ান সুটার গান ও মটরসাইকেলসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে একটি ওয়ান সুটার গান ও ১টি মটরসাইকেলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়েছে । গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার তেরখাদা থানার মৃত উকিল উদ্দিন মেলেকদারের ছেলে মোঃ ইকবাল হোসেন মেলেকদার (৩৭), একই এলাকার ইখড়ী গ্রামের আব্দুল হাসান ফকিরের ছেলে মোঃ ওবায়দুল্লাহ ফকির (৩৮) ও কালিয়ার বেন্দারচরের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ জাকারিয়া হুসাইন (৩৩)। এ সময় তাদের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। শনিবার (০১ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়ে সংবাদিক সম্মেলন করেছেন পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান।
এ সময় তিনি জানান, নড়াইলের কালিয়ায় নির্বাচনী কালিন আগ্নেয় অস্ত্রের ব্যবহার হবে এ মর্মে তাদের কাছে আগে থেকে তথ্য ছিল। কিন্তু পুলিশের তৎপরতার কারনে সে সময় অস্ত্র ব্যবহার হতে পারে নাই, এ অস্ত্র আবার ফেরত যাবে এই তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র ও বিশেষ অভিযান কালে ৩১ মে শুক্রবার রাত ১১টার দিকে কালিয়া পৌরসভাধীন সিতারামপুর মজ্ঞুর শেখে বাড়ীর পাশে রাস্তার উপরে একটি মোটর সাইকেলে তিনজন আরোহীকে তল্লাসী করে তাদের কাছে থাকা একটি ওয়ান সুটার উদ্ধার করে পুলিশ। তল্লাসী কালে তাদের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। পুলিশ সুপার আরো জানান তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। জাকারিয়া হুসাইন ও ওবায়দুল্লাহ ফকিরের বিরুদ্ধে মাদক সহ চাদাবাজীর অন্যান্য একাধিক মামলা আছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামীরা এ অস্ত্র কালিয়া থেকে খুলনায় নিয়ে ৫০০০০হাজার টাকায় বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।