Type to search

নড়াইলের কালিয়ায় বিএনপির কমিটিতে আ’লীগ নেতা থাকায় বিক্ষোভ

নড়াইল

নড়াইলের কালিয়ায় বিএনপির কমিটিতে আ’লীগ নেতা থাকায় বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি
সদ্য গঠিত নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রথমে কালিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এখানে বিক্ষোভ সমাবেশে কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহসভাপতি শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠুসহ অনেকে। এছাড়া বুধবার সন্ধ্যায় একই দাবিতে কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন নেতৃবৃন্দ্।

বক্তারা বলেন, নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি মানি না, মানব না। কারণ, এই কমিটিতে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাদের নাম দেয়া হয়েছে। কালিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকের স্বাক্ষরবিহীন অবৈধ কমিটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে