
নড়াইল প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছ। শনিবার (২০জানুয়ারী) পূজাঁ উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল প্রসক্লাব চত্বর এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পূজাঁ উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডু এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চদ্র বোস, পূজাঁ উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি অ্যাডঃ সঞ্জীব কুমার বসু, পংকজ বিহারী ঘোষ, যুগ্ম সম্পাদক বাবুল কুমার সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ,নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু প্রমুখ। এ সময় পূজাঁ উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানুষ উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন আসলেই সংখ্যালঘুদের উপর অত্যাচার-নির্যাতন চলে এবং ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা হয়। আর কত দিন এ ধরনের নির্যাতন চলবে! বক্তারা অবিলম্বে সরকারের কাছে এসব ঘটনায় দোষীদর গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান