নাটোরে মোবাইলের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম রাখায় ৫হাজার টাকা জরিমানা
নাটোর জেলা প্রতিনিধিঃ চাউল সহ ভোগ্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে নাটোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া নির্ধারিত দামের চেয়ে মোবাইলের অতিরিক্ত দাম রাখায় ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওনের নেতৃত্বে মঙ্গলবার সকালে শহরের কানাইখালী এলাকার বেশ কয়েকটি মোবাইল দোকান ও শো-রুমে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত মূল্যে মোবাইল ফোন বিক্রি করে ভোক্তা অধিকার ক্ষুন্ন করায় মসজিদ মার্কেটে মোবাইল পার্ক নামের শো-রুমের মালিক বিশ্বজিৎ দাসকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।পরে ভ্রাম্যমান আদালত চাউল পট্টি এলাকায় অভিযান চালায়।অতিরিক্ত মূল্যে চাউল বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।