Type to search

নতুন হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

নতুন হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ দেশের আট বিভাগে নতুন একটি করে ৩শ’ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে যাচ্ছে সরকার। ১৫তলা বিশিষ্ট এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহেদ মালিক।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও কার্ডিয়াক রোগীর চিকিৎসা দেয়া হবে।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *