নতুন হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্কঃ দেশের আট বিভাগে নতুন একটি করে ৩শ’ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে যাচ্ছে সরকার। ১৫তলা বিশিষ্ট এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহেদ মালিক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও কার্ডিয়াক রোগীর চিকিৎসা দেয়া হবে।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।