Type to search

নড়াইলের আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায়  মামলা

আইন ও আদালত জাতীয়

নড়াইলের আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায়  মামলা

নড়াইল  প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্যকর মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৫০) অজ্ঞাতা দুর্বৃত্তের গুলিতে নিহতের দুই দিন পর গ্রামের প্রতিপক্ষ দলনেতা আকবার হোসেন লিপন মেম্বরকে প্রধান আসামী করে ৩০ জনের নামে থানায় মামলা হয়েছে। নিহতের ভাই রেজাউল শিকদার বাদী হয়ে সোমবার  লোহাগড়া থানায় এই মামলা দায়ের করেন । ( মামলা নং ১৪ তাং ১৩.০৫.২৪) ।
 এজাহারসূত্রে জানা গেছে, মোস্তফা কামাল গত শুক্রবার  রাত ৮টার দিকে একটি শালিসী বৈঠকে যোগদানের উদ্দেশে মোটর সাইকেলযোগে কুন্দসী গ্রামের ছমির শিকদারের বাড়ির সামনে পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বুকে ও পিঠে গুলি করে।স্থানীয় লোকজন মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ১০টায় তার মৃত্যু হয়। মোস্তফা কামাল উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে এবং স্থানীয় মল্লিকপুর ইউনিয়নের দুই মেয়াদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম নিয়োজিত রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।