নওয়াপাড়া সরকারি হসপিটালে কভিড ১৯ টিকা নিতে উপচে পড়া ভিড়
আজ ৩/০২/২০২২ রোজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত কভিড ১৯ টিকা নিতে উপচে পড়া ভিড় দেখা গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে শত শত লোক সারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে টিকা নেওয়ার জন্য। নওয়াপাড়ার সৌরভ স্টুডিওর মালিক পংকজ বিশ্বাস জানান বোষ্টার ডোজ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। অতিরিক্ত ভিড়ের কারণে ২ জায়গায় টিকা প্রদান করছে। টিকা প্রদানকারী নার্স কল্পনা ও রত্মা মন্ডল জানান সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রতিদিন ৪০০/৫০০জনকে টিকা প্রদান করছি। অপর স্হানে টিকা প্রদান করছে নূরউদ্দিন ও মোফাজ্জল হোসেন বলেন প্রথম প্রথম অনেকে ভয়ে টিকা নেওয়ার অনিহা থাকলে ও বর্তমানে প্রায় সবাই স্বতস্ফূর্তভাবে টিকা নিতে ভিড় জমাচ্ছেন। হসপিটালের দায়িত্বরত চিকিৎসক জানান এখনও পর্যাপ্ত পরিমাণে টিকা মজুত আছে, আমরা শতভাগ টিকা প্রদান করতে চেষ্টা করবো।