Type to search

নওয়াপাড়া নৌ-বন্দর শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি রণজিত কুমার রায়

অভয়নগর

নওয়াপাড়া নৌ-বন্দর শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি রণজিত কুমার রায়

স্টাফ রিপোর্টার- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন কতৃপক্ষের নওয়াপাড়া নৌ- বন্দর শাখার সহকারি বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহা. মাসুদ পারভেজ’র উদ্যোগে বন্দরে অবস্থানরত নৌ-যান শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করলেন স্থানীয় সাংসদ ও নৌ- পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রণজিত কুমার রায়। শনিবার বিকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নওয়াপাড়া নৌ-বন্দরে অবস্থানরত নৌ-যানের ৫শ শ্রমিকের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ- যান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার সদস্য সচিব নিয়ামুল ইসলাম রিকো, নওয়াপাড়া লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতা কামাল হোসেন, নৌ- বন্দরের সিগন্যালম্যান রাকিবুল ইসলাম প্রমুখ। এ সময়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি রণজিত কুমার রায় বলেন, সরকার করোনা ভাইরাস মোকাবেলায় সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। এর জন্য প্রত্যেক সেক্টরে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এ ত্রাণ নৌ-যান শ্রমিকের মাঝে পৌছে দেওয়া হলো। তিনি আরো বলেন, ত্রাণ বিতরণে কোন কর্মকর্তা অনিয়ম করলে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।