
নওয়াপাড়া নৌবন্দরে জাহাজ শ্রমিকের ওপর হামলার প্রতিবাদ সভা
নওয়াপাড়া অফিস
নওয়াপাড়া নৌ বন্দরে জাহাজ শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুত্রবার রাতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আয়োজনে নওয়াপাড়া শাখা অফিসে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি বাহারুল ইসলাম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখন, জাহাজের মাষ্টার নুরআলী হোসেন, কায়েম হোসেন, হাসমত ইসলাম সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম, নাজমুল হুসাইন, নিয়ামুল হক রিকো প্রমুখ। বক্তারা বলেন গত ১ জানুয়ারি বন্দরে ফুলতলা শীতের ঘাট এলাকায় এমভিসি এঞ্জেল জাহাজে হামলা হয়। হামলায় জাহাজের বাবুচি ও মাস্টার আহত হয়। হামলাকারিরা হলো সবুজ শিকদার, আলামিন, সবুজ রাজ, ইকবাল সাইফুল। এদের গ্রেফতার পুর্বক আইনে সোপার্দের জন্য জোর দাবি জানানো হয়।
শেখ আতিয়ার রহমান