নওয়াপাড়ায় সাবেক মন্ত্রী শাহাজান খানের উপস্থিতিতে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-
যশোর জেলা ট্রাক,ট্রাক্টর,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে সাবেক মন্ত্রী শাহাজান খান এমপি’র উপস্থিতিতে ত্রী-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া ইনষ্টিটিউটে যশোর জেলা ট্রাক,ট্রাক্টর,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান খান এমপি। প্রধান বক্তা হিসাবে বক্তক্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম বকস দুদু। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা ট্রাক,ট্রাক্টর,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শ্রী রবিন অধিকারী ব্যাচা। এছাড়াও বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারন সম্পাদক শাহ্ জালাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশিষ রাহা।