Type to search

নওয়াপাড়ায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে কয়লার সাথে ছাইমেশানো অভিযোগ

অভয়নগর

নওয়াপাড়ায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে কয়লার সাথে ছাইমেশানো অভিযোগ

নওয়াপাড়া অফিস
দেশের বৃহত্তম কয়লার মোকাম যশোরে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুইজন ব্যবসায়ীর বিরুদ্ধে কয়লার সাথে ছাই মেশানোর অভিযোগ উঠেছে।
রবিবার (১৭নভেম্বর) বিকালে সরজমিনে গিয়ে একজন সাংবাদিক কয়লার ড্যাম্পে ছাই মেশানের দৃশ্য ক্যামেরা বন্দি করে।
অভিযুক্ত ওই দুই ব্যবসায়ি হলেন নওয়াপাড়া পোষ্ট অফিস এলাকার মেসার্স মৈত্রি ট্রেডার্স মালিক ফরহাদ হোসেন ও মেসার্স ওয়াহিদ এন্টারপ্রাইজের মালিক ওয়াহিদুজ্জামান।
জানা গেছে ভারত থেকে আমদানীকৃত কয়লা নওয়াপাড়া বেতারের মোড় সংলগ্ন গোল্ডেন-২ ওয়েব্রীজের পাশে মুক্তিযোদ্ধা আমিন মাষ্টার এর ড্যাম্প করা হচ্ছে। এ তথ্যের ভিক্তিতে স্থানীয় একজন সাংবাদিক ওই ড্যামে সংবাদ সংগ্রহে যায়। এ সময় তিনি দেখতেপান সেখানে অটো রাইস মিলের ছাই ড্যাম্পে বিছানো রয়েছে। তার ওপর কয়লা স্তুপ করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, ‘কয়লার নিচে বালু থাকার কারনে কিছু ছাইয়ের ব্যবহার করা হয়েছে। কয়লা বিক্রির সময় ছাই আলাদা করে বাদ দেওয়া হবে। কয়লা থেকে ছাই কেমন করে আলাদা করা হবে জানত চাইলে তিনি এর কোন উত্তর না দিতে পারেনি।
এবিষয়ে ওয়াহিদুজ্জামান বলেন.‘কয়লা ভাল রাখার জন্য ছাইয়ের ওপর কয়লা রাখা হয়েছে। কয়লার সাথে বালি গেলে ইট ভাটার আগুন নিভে যায় এর জন্য আমরা ছাই মিশিয়েছি। তবে এটা করা ঠিক হয়নি।’
নওয়াপাড়া সার, খাদ্য শস্য সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি শাহ জালাল হোসেন বলেন, কয়লায় ছাই মেশানোর কোন নিয়ম নেই। যদি কেউ ছাই মেশায় তার বিরুদ্ধে আমরা ব্যবসায়িরা মিলে ব্যবস্থা নেবো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।