Type to search

নওগাঁয় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

জাতীয়

নওগাঁয় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

নওগাঁয় প্রতিদিনই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই দ্রুত পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার দুপুরে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দ্বিন আলী পিন্টু, কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক এম,এম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, রেজাউন নবী সান্ডুসহ সংগঠনের অন্যান্যে সদস্যরা।

এসময় বক্তারা বলেন, ইতিমধ্যে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলা করোনা ভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে। নমুনা সংগ্রহের ১০-১৫দিন পর পাওয়া যাচ্ছে করোনার ফলাফল। যার কারণে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। সাধারণ মানুষকে করোনার রিপোর্ট পেতেও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে ৩০লাখ মানুষের প্রানের দাবী নওগাঁতে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের। তাই অতিবিলম্বে নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবী জানান বক্তারা।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *