নওগাঁয় নতুন করে আরও ১ ব্যক্তি আক্রান্ত ঃ মোট আক্রান্ত ১১১১ জন
নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১১১১ জন।
এ সময় জেলায় নতুন করে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৭৫ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ২২ জন, রানীনগর উপজেলায় ৭ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৬ জন, বদলগা“িছ উপজেলায় ১৯ জন, ধামইরহাট উপজেলায় ৩ জন, নিয়ামতপুর উপজেলায় ৬ জন, সপাহার উপজেলায় ৫ জন এবচং পোরশা উপজেলায় ৪ জন।
এ সময় কোয়ানেটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৪২ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন৮১০ জন।
২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৪ জন এবং এ পর্যন্ত জেলা মোট সুস্থ্য হওয়ংা রোগির সংক্যা ৯৫৯ জন।