অভয়নগর ধোপাদী নতুন বাজার মসজিদে অনুদান প্রদান করছেন মেয়র সুশান্ত দাস Admin July 5, 2024 যশোরের অভয়নগর উপজেলার পৌরসভার অন্তগত ধোপাদি নতুন বাজারে অবস্থিত নির্মানাধীন মসজিদে । আজ শুক্রবার সন্ধ্যায় পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।