ধর্মপাশায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়
এম এইচ লিপু মজুমদার, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজার ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে গতকাল শনিবার বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচটি মামলায় পাঁচজন ব্যক্তিকে পাঁচ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ব্যবহার না করায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু তালেব এই অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার উপপরিদর্শক(এসআই) সোহেল মাহমুদ,উপজেলা র্নিবাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী (নাজির) আবুল হাসান প্রমুখ।